দেশ

Bihar Elections 2025 | বিহারে শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Bihar Elections 2025 | বিহারে শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
Key Highlights

শেষ দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকাল ৭টা থেকে বিহারে শুরু হয়েছে শেষ দফার নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ। এই দফায় ১২২টি আসনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, নীতীশ কুমারের মন্ত্রিসভার ১০ মন্ত্রীর। দ্বিতীয় দফায় বিহারে মোট ৩৭,০১৩,৫৫৬ জন ভোটার ভোট দেবেন। যার মধ্যে নতুন ভোটার ৫২৮,৯৫৪ জন। এদিন ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।’