দেশ

Bihar Election Result 2025 | ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ, বিহারের মন বুঝতে ব্যর্থ প্রশান্ত কিশোর!

Bihar Election Result 2025 | ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ, বিহারের মন বুঝতে ব্যর্থ প্রশান্ত কিশোর!
Key Highlights

বিহারের ভোটের ফলাফলের প্রবণতায় হতাশ করল প্রশান্ত কিশোরের জন-সূরাজ পার্টি। আপাতত দু'টি কেন্দ্রে এগিয়ে পিকে-র দলের প্রার্থীরা।

বিহারের ভোটের বুথ ফেরৎ সমীক্ষার পূর্বাভাস বলছে শুধুমাত্র দু'টি কেন্দ্রে, চেইনপুর ও কারগাহারে এগিয়ে হয়েছে প্রশান্ত কিশোরের জন-সূরাজ পার্টি। বাকি কেন্দ্রগুলোতে শিকে ছেড়েনি নতুন দলটিও। এবারের ভোটে মহাজোটের অংশীদার হয়নি জন-সূরাজ পার্টি। একই লড়েছে রাজ্যের ২৪৩ আসন। এদিন সকালে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই ২৪৩ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ শিবির। ১৬০ আসনে এগিয়ে বিজেপি-জেডিইউ জোট। বিরোধী মহাগঠবন্ধন এগিয়ে ৭৮ আসনে।