দেশ

Bihar Assembly Elections 2025 | রাত ফুরোলেই বিহারে প্রথম দফার ভোট! ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ লালু-তেজস্বীর রাজ্যে

Bihar Assembly Elections 2025 | রাত ফুরোলেই বিহারে প্রথম দফার ভোট! ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ লালু-তেজস্বীর রাজ্যে
Key Highlights

২৪৩টি বিধানসভা আসনের মধ্যে বৃহস্পতিবার ভোট নেওয়া হবে ১২১টি কেন্দ্রে৷

আগামীকাল বিহারে প্রথম দফার ভোট। বৃহস্পতিবার ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১২১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিহারের ১৮টি জেলায় ছড়িয়ে থাকা এই ১২১টি বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি প্রথম দফায় ১১৯টি আসনে লড়াই করছে। এনডিএ-এর শরিক দলগুলির মধ্যে প্রথম দফায় ৫৭টি আসনে লড়ছে জেডিইউ। অন্যদিকে মহাজোটে আরজেডি লড়ছে ৭৩টি আসনে। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ২৪টি আসনে। অন্যদিকে সিপিআই(এমএল) লড়ছে ১৪টি আসনে।