Bihar Militants | বিহার থেকে গ্রেপ্তার ৩ জৈশ-ই-মহম্মদ জঙ্গি! রাজ্যে হাই অ্যালার্ট জারি পুলিশের

বিহার থেকে গ্রেপ্তার তিন সন্দেহভাজন জঙ্গি । জানা গিয়েছে, এরা পাক জঙ্গি সংগঠন জৈশ-ই- মহম্মদ-এর সদস্য।
বিহারে জঙ্গি অনুপ্রবেশ চলছে খানাতল্লাশি। গোয়েন্দাদের কাছে খবর ছিল, রাজ্যে নাশকতার ছক কষেছে জঙ্গিরা। দ্রুত সীমান্তবর্তী জেলা সীতামারহি, মধুবনি, পশ্চিম চম্পারণ, আরারিয়া, কিষানগঞ্জ এবং সুপৌলে সতর্কতা বাড়ানো হয়। এরপরই গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই- মহম্মদ-এর ৩ সদস্য। ধৃতদের নাম হাসনেন আলি, সে রাওয়ালপিন্ডির বাসিন্দা, আদিল হুসেন, সে উমারকোটের বাসিন্দা এবং মহম্মদ উসমান, সে বাহাওয়ালপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা কাঠমান্ডু থেকে নেপাল সীমান্ত হয়ে বিহারে প্রবেশ করে।
- Related topics -
- দেশ
- বিহার
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- ভারত