West Bengal Police | 'সাইবার শক্তি'তে বড়ো সাফল্য রাজ্যের, জামতাড়া গ্যাংয়ের কোমর ভেঙে ৪৬ জনকে আটক রাজ্য পুলিশের
![West Bengal Police | 'সাইবার শক্তি'তে বড়ো সাফল্য রাজ্যের, জামতাড়া গ্যাংয়ের কোমর ভেঙে ৪৬ জনকে আটক রাজ্য পুলিশের](https://media.bengalbyte.in/images/22bp8p6q/featured.webp)
রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে সাইবার প্রতারণা। তা রুখতে বিশেষ উদ্যোগ রাজ্য পুলিশের। অপারেশন ‘সাইবার শক্তি’র বিরাট সাফল্য। গত ১৫ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে জামতাড়া গ্যাংয়ের দাপট। এবার অপারেশন ‘সাইবার শক্তি’তে বড়ো সাফল্য পেলো রাজ্য পুলিশ। গত একমাসে আসানসোল, বীরভূম, দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান ইত্যাদি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার ক্রাইমের কমপক্ষে ২৫০টি অভিযোগ জমা পড়ে। গত ১৫ দিনে এই সাইবার প্রতারণা চক্রের ৪৬ জনকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই কেসগুলিতে বিপুল সংখ্যক সিমকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছেন তদন্তকারীরা।