Kolkata Metro । বড়দিনে বড় রেকর্ড মেট্রোরেলের, গতবারের চেয়ে যাত্রী বেড়েছে ১৫ শতাংশ !
Thursday, December 26 2024, 2:56 am

কলকাতা মেট্রো পরিষেবায় আরও বাড়ল যাত্রীসংখ্যা। উৎসবমুখর বড়দিনে সেই বার্তাই শোনাল কলকাতা মেট্রো পরিষেবা।
যাত্রীসংখ্যা উত্তরোত্তর বাড়ছে কলকাতা মেট্রোয়। পরিসংখ্যান বলছে, চলতি বছরের নভেম্বর অবধি প্রায় ১৪.৭২ কোটি যাত্রী ব্যবহার করেছেন মেট্রো পরিষেবা। গত বছরে এই সংখ্যাটা ছিল ১২.৭ কোটি। নভেম্বর অবধি মোট ৯.৩৪ লক্ষ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এবং .৪৮ লক্ষ IOS সিস্টেম ব্যবহারকারী যাত্রী ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ ডাউনলোড করেছেন। বিপুল পরিমাণ যাত্রী মেট্রোর উপর ভরসা করায় এদিন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আরও উন্নত পরিষেবা দেওয়াই তাঁদের লক্ষ্য, জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো আধিকারিক
- রাজ্য
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।