Union Budget 2025 | গরিব ও মধ্যবিত্তদের জন্য 'বড় উপহার'! বাজেট অধিবেশনের প্রাক্কালে বড় ইঙ্গিত প্রধানমন্ত্রীর

Friday, January 31 2025, 8:36 am
highlightKey Highlights

বাজেট অধিবেশনের প্রাক্কালে ভাষণে মোদি বলেন, গরিব ও মধ্যবিত্তদের জন্য এবারের বাজেটে 'বড় উপহার' থাকার সম্ভাবনা আছে।


আগামীকাল কেন্দ্রের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ থেকে শুরু বাজেট অধিবেশন। তার আগে বাজেট নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট অধিবেশনের প্রাক্কালে ভাষণে মোদি বলেন, গরিব ও মধ্যবিত্তদের জন্য এবারের বাজেটে 'বড় উপহার' থাকার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী বলেন, 'এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে। ১৪০ কোটি মানুষই এই স্বপ্ন পূরণ করবে। ২০-২৫ বছরের যুবকরা যখন ৪৫র কোঠায় পৌঁছবে, তখন তারা বিকশিত ভারতের সবথেকে বেশি লাভবান হবে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File