ভারতের ভিড়ে ঠাসা ট্রেনে জঙ্গিদের বিস্ফোরণের ছক, ISI-এর নজরে কি এবার ভারতীয় রেল?
Sunday, July 11 2021, 2:05 pm
Key Highlightsস্বাধীনতা দিবসের আগেই ফের ভারতে ফাঁস হলো বড়সড় নাশকতার ছক। এবার পাকিস্তানি জঙ্গিদের নজরে রয়েছে ভারতীয় ট্রেন। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে পরিবহন ব্যবস্থা। এই পরিস্থিতিতেই আবারও মুম্বাই ব্লাস্টের ধাঁচে ভিড়ে ঠাসা ট্রেনে বিস্ফোরণের পরিকল্পনা করেছে ISI। পাক জঙ্গিদের নিশানায় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের শ্রমিকদের ভিড়ে ঠাসা ট্রেন। গোপন সূত্র মারফত এই খবর পেয়ে ভারতীয় গোয়েন্দারা তৎপর। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ ও বিহারে। দুই রাজ্যের সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়েছে।
- Related topics -
- দেশ
- পাক জঙ্গি
- বিস্ফোরণ
- জঙ্গি হামলা
- উত্তরপ্রদেশ
- বিহার

