Bhool Bhulaiyaa 3 | ‘আমি যে তোমার' গান নয়, 'মঞ্জুলিকা'র মুখে বাংলা গালাগালি! প্রকাশ হলো ‘ভুলভুলাইয়া ৩’ এর টিজার
Friday, September 27 2024, 12:19 pm
Key Highlightsপ্রকাশ পেল ‘ভুলভুলাইয়া ৩’ এর প্রথম ঝলক। যেখানে প্রথমেই দেখা গেল বিদ্যা বালনকে।
প্রকাশ পেল ‘ভুলভুলাইয়া ৩’ এর প্রথম ঝলক। যেখানে প্রথমেই দেখা গেল বিদ্যা বালনকে। তবে এবার তিনি ‘আমি যে তোমার' গান গাইছেন না, বরং দিচ্ছেন বাংলা গালাগালি! সেই সঙ্গে টিজারেই ভয়ও দেখালেন বিদ্যা। গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলা একের পর এক ভৌতিক কাণ্ড। সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ‘রুহ বাবা’ অবতারে কার্তিক আরিয়ানের। অনীশ বাজমি পরিচালিত ‘ভুলভুলাইয়া ৩’এ রয়েছেন তৃপ্তি দিমরিও। অতিথি শিল্পী হিসেবে থাকছেন মাধুরী দীক্ষিত। চলতি বছর দিওয়ালির মরশুমে প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’।
- Related topics -
- বিনোদন
- ভাইরাল
- বলিউড
- বিদ্যা বালন
- কার্তিক আরিয়ান

