'দ্য কপিল শর্মা শো' থেকে বাদ ভারতী সিংহ ! মাদককাণ্ডের জেরেই কী এই সিদ্ধান্ত?

Sunday, November 29 2020, 1:25 pm
'দ্য কপিল শর্মা শো' থেকে বাদ ভারতী সিংহ ! মাদককাণ্ডের জেরেই কী এই সিদ্ধান্ত?
highlightKey Highlights

‘দ্য কপিল শর্মা শো’ থেকে বহিষ্কার করা হতে পারে ভারতীকে। এই শোয়ের চ্যানেল কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে শোনা যাচ্ছে। শোয়ের সঞ্চালক কপিল শর্মা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেও চ্যানেল কর্তৃপক্ষ তা পরিবর্তন করতে রাজি নন। এই শোয়েরই অন্যতম শিল্পী কিকু সারদা জানিয়েছেন, “আমরা গতকাল শ্যুটিং করেছি। ভারতীই শ্যুটে ছিল না। যদিও সেটা অস্বাভাবিক কিছু নয়, কারণ ও সব এপিসোডের জন্য আমাদের সঙ্গে শ্যুট করে না।" কিকু জানান, তিনি ভারতীকে শো থেকে বহিষ্কার করার বিষয়ে তিনি এখনও পর্যন্ত কিছু শোনেননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File