অর্থনৈতিকFD-তে 9% পর্যন্ত রিটার্ন দিচ্ছে ১০ টি সেরা কোম্পানি, কমে যাচ্ছে ব্যাঙ্কে সুদ
ব্যাঙ্কে ক্রমাগত সুদের হার হ্রাস পাওয়ায় এখন বহু লগ্নিকারী কোম্পানি বা কর্পোরেট ফিক্সড ডিপোজিটের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়ে উঠছেন। আপাত দৃষ্টিতে ব্যাঙ্ক FD এবং কর্পোরেট বা কোম্পানি FD-র মধ্যে কোনও পার্থক্য নেই। ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কে আমানত জমা হয়। আর কোম্পানি FD-তে আমানত ওই কোম্পানির হাতে আসে। ব্যাঙ্কের তুলনায় কর্পোরেট FD-তে সুদের হার আকর্ষক হয়ে থাকে। তবে ব্যাঙ্ক এবং কর্পোরেট ফিক্সড ডিপোজিটের মধ্যে আমানতের ঝুঁকি এবং মেয়াদের মধ্যে একটা বড় পার্থক্য দেখা যায়।