Yudhajit Guha | জাতীয় দলে বাংলার তরুণ, ইংল্যান্ডগামী দলে জায়গা পেলেন যুধাজিৎ গুহ!

১৪ জনের স্কোয়াডে রয়েছেন যুধাজিৎ গুহ। বাংলা থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে এই সফরের জন্য ডাক পেয়েছেন তিনি।
ইংল্যান্ড সফরে যাবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। বৃহস্পতিবার সেই সূচি এবং স্কোয়াড তালিকা প্রকাশ্যে এনেছে বোর্ড। তালিকায় দেখা যাচ্ছে এবারে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে তরুণ তুর্কি আয়ুষ মাত্রে। দলে জায়গা পেয়েছেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। ওই তালিকায় বাংলা থেকে ডাক পেয়েছেন একমাত্র বঙ্গ ক্রিকেটার যুধাজিৎ গুহ। ১৪ জনের স্কোয়াডে নাম রয়েছে তাঁর। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা যুধাজিৎ প্রাক্তন অজ়ি তারকা গ্লেন ম্যাকগ্রার শিষ্য। এবার ইংল্যান্ড সফরে তিনি জ্বলে উঠতে পারেন কিনা সেটাই দেখার।