অপেক্ষার অবসান! বৈদিক মতে কন্যা সম্প্রদান ছাড়াই সুসম্পন্ন হল গৌরব-দেবলীনার বিবাহ।

Thursday, December 10 2020, 1:09 pm
অপেক্ষার অবসান! বৈদিক মতে কন্যা সম্প্রদান ছাড়াই সুসম্পন্ন হল গৌরব-দেবলীনার বিবাহ।
highlightKey Highlights

করোনাকালে বাংলার বিনোদন জগতে আরও এক শুভ পরিণয় সম্পন্ন হল। সাতপাকে ধরা দিলেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবাশিস কুমারের কন্যা দেবলীনা কুমার। টলিপাড়ায় দু’জনের পরিচিতিই নিজ নিজ গুণে। বহুদিনের সম্পর্ককে পরিণতি দিলেন দুই তারকা। শোনা গিয়েছে, বৈদিক মতে কন্যা সম্প্রদান ছাড়াই বিয়ে সম্পন্ন হয়েছে। নভেম্বরেই গৌরব-দেবলীনার বিয়ের খবর প্রকাশ্যে আসে। শোনা গিয়েছে, করোনার প্রকোপ না থাকলে বছরের শুরুতেই বিয়েটা সেরে ফেলতেন দুই তারকা। বেশ ঘটা করেই তা করার ইচ্ছে ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক রাশ টানতে হয়েছে আয়োজনে। অবশ্য নিয়ম সবই মানা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File