Sumi Har Chowdhury | পরনে ছেঁড়া ময়লা জামা! জরাজীর্ণ চেহারা! মানসিক ভারসাম্যহীনভাবে উদ্ধার বাংলার খ্যাত অভিনেত্রী!
Tuesday, July 15 2025, 8:16 am

বাংলা সিরিয়ালে বেশ পরিচিত মুখ তিনি। খ্যাত স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে ‘রাঙা কাম্মা’ হিসেবে। কিন্তু একি হাল অভিনেত্রীর?
বাংলা সিরিয়ালে বেশ পরিচিত মুখ তিনি। খ্যাত স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে ‘রাঙা কাম্মা’ হিসেবে। কিন্তু একি হাল অভিনেত্রীর? বর্ধমান আরামবাগ সড়ক থেকে উদ্ধার করা হলো সৌমী ধর চৌধুরীকে। তাঁর পরনে ছেঁড়া ময়লা একটা শার্ট ও হাফ প্যান্ট। ঘুরছিলেন মানসিক ভারসাম্যহীনভাবে। স্থানীয় বাসিন্দারা জানান, অভিনেত্রীর সঙ্গে কথা বলে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়। ইতিমধ্যে খন্ডঘোষ থানার পুলিশ অভিনেত্রীকে উদ্ধার করে বর্ধমানের একটি হোমে নিয়ে যায়। আপাতত সেখানেই রয়েছেন তিনি।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- অভিনেত্রী
- বাংলা সিরিয়াল
- টেলিভশন