Armstrong Medal । বাঙালি বিজ্ঞানীর বিশ্বজয়, নাসার বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায়কে 'আর্মস্ট্রং মেডেল' দিলো 'রেডিও ক্লাব অফ আমেরিকা'
নিউইয়র্কে বাঙালি বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায় ‘রেডিও ও ওয়্যারলেস বিজ্ঞানে অবদানের জন্য 'আর্মস্ট্রং মেডেল’ পেলেন ।
রেডিও এবং ওয়্যারলেস বিজ্ঞান গবেষণায় অসামান্য অবদানের জন্য এবছর বাঙালি বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায়কে পুরস্কৃত করলো ‘রেডিও ক্লাব অফ আমেরিকা'। বিজ্ঞানের জগতে অন্যতম সেরা পুরষ্কার 'আর্মস্ট্রং মেডেল' দিয়ে সন্মান জানানো হলো তাকে। গত ২৩ নভেম্বর নিউইয়র্কে তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী ডঃ রবার্ট উড্রো উইলসন ও অন্যান্য বিজ্ঞানীরা। প্রসঙ্গত, গৌতমবাবু এই মুহূর্তে নাসায় জেট প্রপালশন ল্যাবরেটরিজ এ সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত।