ভেজা কাপড় থেকে বিদ্যুৎ উৎপাদন! যুগান্তকারী আবিষ্কার করে জাতীয় পুরস্কার বাঙালি তরুণ গবেষকের।
Wednesday, November 11 2020, 8:37 am

প্রযুক্তির চাহিদা মেটাতেই অভিনব উদ্যোগ, ভেজা কাপড় থেকে তৈরি বিদ্যুৎ। আইআইটি খড়গপুরের তরুণ গবেষক শঙ্খ শুভ্র দাস আবিষ্কার করলেন ওই অভিনব প্রযুক্তিগত কৌশল। আর এই যুগান্তকারী আবিষ্কারের দৌলতেই গান্ধীয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন ২০২০-এর জাতীয় সম্মান পেলেন তরুণ বিজ্ঞানীর। করোনা পরিস্থিতির কারণে এবছর বন্ধ ছিল অনুষ্ঠান তবে গত ৫ নভেম্বর অনলাইন কনভোকেশনের মাধ্যমেই কৃতী গবেষকদের এই পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষবর্ধন। এই পুরস্কার দুটি বিভাগে দেওয়া হয়ে থাকে। তার মধ্যে প্রযুক্তি বিভাগের অন্তর্গত ‘এসআরএসটিআই’ পুরস্কারে সম্মানিত হলেন খড়গপুরের এই তরুণ গবেষক।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- আইআইটি
- খড়গপুর
- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
- মন্ত্রী ডঃ হর্ষবর্ধন
- শঙ্খ শুভ্র দাস
- এসআরএসটিআই