Sayani Das | ষষ্ঠ সিন্ধু জয় কালনার জলকন্যা ‘সায়নী'র, এশিয়ার প্রথম মহিলা হিসেবে গড়লেন রেকর্ড
Wednesday, April 23 2025, 4:49 am

এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে ষষ্ঠ সিন্ধু জয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন কালনার ‘ধন্যি মেয়ে’ সায়নী দাস।
১৮ এপ্রিল, শুক্রবার, স্পেনের জিব্রাল্টার প্রণালী জয়ের লক্ষ্যে জলে নেমেছিলেন সায়নী দাস। ওদিন স্থানীয় সময় দুপুর ১.৫৮ মিনিটে সাঁতার শুরু করেন সায়নী। তার সঙ্গে ছিলেন আমেরিকার দুই সাঁতারু রিয়ান উৎসুমি ও সুজানে হাইম। মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে জিব্রাল্টার প্রণালী জয় করলেন সায়নী। এই জয়ের সাথে সাথে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে ষষ্ঠ সিন্ধুজয়ের রেকর্ড গড়লেন তিনি। এর আগে তিনি জয় করেছেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই চ্যানেল, কুক প্রণালী, নর্থ চ্যানেল।