Cellular Jail | সেলুলার জেলে বসবে না উল্লাস কর দত্ত-বারীন ঘোষের মতো বাঙালি বিপ্লবীদের মূর্তি!

সেলুলার জেলে ৫৮৫ জন বিপ্লবী বন্দীর মধ্যে ৩৯৮ জন ছিলেন অবিভক্ত বাংলার। সেখানে সবচেয়ে নৃশংস অত্যাচার হয়েছিল যার উপর তাঁর নাম উল্লাস কর দত্ত।
সেলুলার জেলে ৫৮৫ জন বিপ্লবী বন্দীর মধ্যে ৩৯৮ জন ছিলেন অবিভক্ত বাংলার। সেখানে সবচেয়ে নৃশংস অত্যাচার হয়েছিল যার উপর তাঁর নাম উল্লাস কর দত্ত। এর সেলুলার জেল ভেঙে পালাতে পেরেছিলেন একমাত্র বিপ্লবী বারীন ঘোষ। কিন্তু তাদের মত বাঙালি বীরদেরই মূর্তি বসবে না সেলুলার জেলে! তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে এমনই জবাব দিলো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। পাশপাশি এও জানান হলো যে, এখনও সেলুলার ন্যাশনাল মনুমেন্টস নয়। এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে নেই এই ঐতিহাসিক জেল।