Maharashtra | মহারাষ্ট্রে রহস্যজনকভাবে মৃত্যু হলো বাংলার শ্রমিকের, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে সন্দেহ

মহারাষ্ট্রের পুনেতে রহস্যজনক মৃত্যু জলপাইগুড়ির বাসিন্দা দীপু দাসের (২৮)। পুনেতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি।
মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। পুনেতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন জলপাইগুড়ির বাসিন্দা দীপু দাস (২৮)। দীপু দাসের ভাই অপু জানিয়েছেন, গত ২৮ জুলাই তাঁদের মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর দিতে গিয়েই দাদার মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা। অপুর অভিযোগ, ঠিকাদারি সংস্থা জানিয়েছে ছাদ থেকে পড়ে গিয়ে দীপুর মৃত্যু হয়েছে। যদিও মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে মৃত্যুর কারণ নিয়ে সন্দিঘ্ন পরিবার। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা বিতর্কের মাঝেই দীপু দাসের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছে শাসকদল।