সাফল্যের কাহিনী

NASA-WB | 'ফ্যাশান ডিজাইনার হয়ে চাঁদে হাত!' বাংলার মেয়ের ডিজাইন পাড়ি জমালো চাঁদে, সৌজন্যে NASA

NASA-WB | 'ফ্যাশান ডিজাইনার হয়ে চাঁদে হাত!' বাংলার মেয়ের ডিজাইন পাড়ি জমালো চাঁদে, সৌজন্যে NASA
Key Highlights

ফের নয়া নজির বাঙালির। হুগলির মেয়ে প্রিয়াঙ্কা মল্লিকের ডিজাইন পৌঁছল চাঁদে।

চাঁদের মাটিতে পা রাখলো বাঙালি মেয়ের কারুকার্য। হুগলির দাদপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা মল্লিক একজন ফ্যাশন ডিজাইনার। তাঁর তৈরী পোশাক স্বীকৃতি পেয়েছে দেশ বিদেশে। গত ১৫ জানুয়ারি NASAর সহযোগিতায় Firefly Aerospaceএর ‘Blue Ghost Lunar Lander’ পৃথিবী থেকে চাঁদে রওনা দিয়েছিল। এই প্রোগামের লাইভশিপ পিরামিডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল দেশবিদেশের শিল্পীদের হাতের কাজ। প্রিয়াঙ্কার দুটো ডিজাইন রয়েছে এই স্পেসশিপে। চাঁদের বুকে থেকে যাবে এইসব শিল্পকার্য। ইতিমধ্যেই প্রিয়াঙ্কাকে ‘ইউনিভার্সাল ফ্যাশন ডিজাইনার’ তকমা দিয়েছে NASA।