ডিজিটাল রেশনকার্ডডিজিটাল রেশন কার্ডের মতো স্বাস্থ্যসাথী প্রকল্পেও এ বার যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার
কেবল রেশনকার্ডের ক্ষেত্রেই নয়, স্বাস্থ্যসাথী প্রকল্পেও ‘ভুয়ো’, ‘ভুতুড়ে’ বা ‘জাল’ কার্ড থাকতে পারে বলে রাজ্য প্রশাসনের সন্দেহ হয়েছে। ডিজিটাল রেশন কার্ডের মতো তাই এ বার স্বাস্থ্যসাথী প্রকল্পেও ঝাড়াইবাছাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সব জেলা প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে এই মর্মে। সরকার চাইছে, স্বাস্থ্যসাথীর সুযোগ-সুবিধা শুধু প্রকৃত উপভোক্তাদেরই হাতে পৌঁছক। বিধিমতো নথিপত্র না থাকলে কার্ড ‘ব্লক’ করে দেওয়া হবে।