বিজেপি সভাপতি দিলীপকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ভাঙচুর হয় তাঁর কনভয় !
Thursday, November 12 2020, 2:27 pm
Key Highlightsজয়গাঁর মঙ্গলবাড়িতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পুলিশ সূত্রে খবর, তাঁকে ২৫টি বাইক নিয়ে মিছিলেম অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, ১০০ টি বাইক নিয়ে মিছিলেম করে পুলিশের কর্ডন ভেঙে বেআইনিভাবে বিজেপিরা এগিয়ে চলে। সেখান থেকেই ঝামেলার শুরু। গাড়ি লক্ষ করে পাথর ছোড়া হয়, ভেঙে যায় গাড়ির কাঁচ। অভিযোগের আঙ্গুল গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে উঠলেও তাঁরা এই অভিযোগ খারিজ করে দিয়েছেন।