Santosh Trophy । সন্তোষ ট্রফিতে দুরন্ত জয় বাংলার, ৪:০ গোলে ঝাড়খণ্ডকে হারালো বাংলার ছেলেরা

Saturday, November 16 2024, 5:03 pm
Santosh Trophy । সন্তোষ ট্রফিতে দুরন্ত জয় বাংলার, ৪:০ গোলে ঝাড়খণ্ডকে হারালো বাংলার ছেলেরা
highlightKey Highlights

সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের রক্ষণকে কার্যত উড়িয়ে দিলো বাংলা। রবি হাঁসদা, মনোতোষ মাঝি ও নরহরি শ্রেষ্ঠার গোলে ৪-০ পয়েন্টে জিতলো বাংলা।


সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের রক্ষণকে কার্যত উড়িয়ে দিলো বাংলা। এদিনের ম্যাচে জোড়া গোল করলেন বাংলার রবি হাঁসদা। রবি হাঁসদা, মনোতোষ মাঝি ও নরহরি শ্রেষ্ঠার গোলে ৪-০ পয়েন্টে জিতলো বাংলা। চারটি দল নিয়ে প্রাথমিক পর্বে বাকি তিনটি ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করে রয়েছে মূলপর্বের ছাড়পত্র। তবে এদিন মাঠে নেমেই সঞ্জয় সেনের  ছেলেরা বুঝিয়ে দিলো শ্রেষ্ঠ হওয়াটাই তাঁদের লক্ষ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File