Ranji Trophy-Bengal Squad | রঞ্জি ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বাংলা, দলে কামব্যাক শামি-আকাশ দীপের

Wednesday, October 8 2025, 5:00 pm
highlightKey Highlights

বুধবার প্রকাশ্যে এল বাংলার স্কোয়াড। বাংলা দলে ফিরলেন তারকা পেসার মহম্মদ শামি।


লাল বলের ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে মধ্যপ্রদেশ, মুম্বই। বুধবার প্রকাশ্যে এল বাংলার স্কোয়াড। বাংলা দলে ফিরলেন তারকা পেসার মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে বাংলার স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরন, অভিষেক পোড়েল, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, রাহুল প্রসাদ, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ সামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধি, ঈশান পোড়েল, কাজ়ি জুনাইদ সাইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহন্ত, বিকাশ সিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File