Calcutta HC | প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে বদল বেঞ্চ! ২৫ এপ্রিল থেকে শুরু শুনানি পর্ব!
Monday, April 21 2025, 6:54 am
Key Highlights৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে বদল হলো বেঞ্চ।
৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে বদল হলো বেঞ্চ। সোমবার হাই কোর্ট সূত্রে খবর, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে শুনানি পর্ব। মূল মামলাটির শুনানি হবে ২৮ তারিখ। এর আগে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন। প্রাথমিকে এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ডের আবেদনের শুনানি দিয়ে তা শুরু হবে বলে খবর।

