China-India | ট্রাম্পের পাল্টা চাল বেজিংয়ের, ভারতীয় ওষুধের ওপর শুল্ক প্রত্যাহার করলো চিন

Monday, September 29 2025, 8:10 am
China-India | ট্রাম্পের পাল্টা চাল বেজিংয়ের, ভারতীয় ওষুধের ওপর শুল্ক প্রত্যাহার করলো চিন
highlightKey Highlights

নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দিল চিন। ভারতীয় ওষুধে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে শূন্য করল বেজিং।


আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এবার ভিনদেশি ওষুধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কের ঘোষণায় ভারতের উপরে ব্যাপক প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ওষুধে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে শূন্য করল বেজিং। ভারতীয় কোম্পানিগুলিকে চিনে ওষুধ রফতানি করার জন্য কোনও শুল্ক দিতে হবে না। ট্রাম্পের হঠকারিতায় আমেরিকার থেকে ভারত দূরে সরলেও ধীরে ধীরে কাছে আসছে চিন। এই সিদ্ধান্তে চিনে ভারতীয় ওষুধের রফতানি অনেক বাড়বে, আশা বিশেষজ্ঞদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File