Champions Trophy | 'BCCIর পদক্ষেপ নেওয়ার আগে বয়কট করুক PCB'! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক বাড়ালেন প্রাক্তন পাক ক্রিকেটার

Wednesday, December 11 2024, 8:00 am
highlightKey Highlights

এবার শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে চলেছে PCB! প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফেলতিফের বক্তব্য, “BCCI


চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও চলছে টালবাহানা। ICC টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করতে বললেও পাল্টা শর্ত দিয়ে PCBর দাবি, ICCকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যেন ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজিত টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি পায় পাকিস্তান। এবার শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে চলেছে PCB! প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফেলতিফের বক্তব্য, “BCCI কোনও পদক্ষেপ করার আগে PCBর উচিত বয়কট করা। বার বার আমাদের উপরে কোপ নেমে আসছে। সেটা ক্রিকেটে হোক বা আফগানিস্তানের যুদ্ধে। ”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File