Rajnath Singh | 'কিছুক্ষণের মধ্যেই পহেলগামে জঙ্গি হামলার যোগ্য জবাব'! সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা উস্কে বার্তা প্রতিরক্ষামন্ত্রীর!

পহেলগাঁও হামলার পর কঠোর হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং, সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা নিয়ে জল্পনা।
পাক মদতে পহেলগামে জঙ্গি হামলার পর ক্রমশই বাতাসে জোরালো হচ্ছে যুদ্ধের গন্ধ। বুধবার সেনা সর্বাধিনায়ক এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এরপর নয়াদিল্লিতে ‘অর্জন সিং স্মারক বক্তৃতা’ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'আমরা এই ঘটনার শুধুমাত্র অপরাধীদেরই নয়, পর্দার আড়ালে থাকা ব্যক্তিদেরও গ্রেপ্তার করব। অভিযুক্তরা শীঘ্রই একটি জোরালো এবং স্পষ্ট প্রতিক্রিয়া দেখতে পাবে।’