Bangladesh Deputy Commission | বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে উত্তপ্ত বেকবাগান, হিন্দু জাগরণের মিছিলে ঝরলো রক্ত!

Tuesday, December 23 2025, 9:37 am
Bangladesh Deputy Commission | বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে উত্তপ্ত বেকবাগান, হিন্দু জাগরণের মিছিলে ঝরলো রক্ত!
highlightKey Highlights

বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদের আঁচ এবার কলকাতায়।


বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদের আঁচ এবার কলকাতায়। ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে! বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ, পুলিশের ব্যরিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা চলে। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ! অভিযোগ, পুলিশের লাঠিতে কয়েকজনের মাথা ফেটে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল র‍্যাফ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File