কলাপাতাই আপনার ত্বক ও চুলের ক্ষেত্রে দারুণ উপকারী! জেনে নিন কলাপাতার গুণের বৃত্তান্ত ।

Friday, November 27 2020, 12:46 pm
highlightKey Highlights

খাবারের পাত্র হিসেবেই কলাপাতার বেশি ব্যবহার, অনেকে আবার রান্নার মাধ্যম হিসেবেও ব্যবহার করেন। তবে এই কলাপাতাই আপনার ত্বক ও চুলের ক্ষেত্রে দারুণ উপকারী। সবুজ কলাপাতার আস্তরণ আপনার শরীরকে ক্ষতিকারক UV রশ্মি থেকে বাঁচায়। এর স্নিগ্ধতা আপনার শরীরের প্রতিটি কোষকে আরাম দেয়। কলাপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা স্কিন ড্যামেজকে আটকে দেয়। বর্তমান জীবনের ইঁদুরদৌড়ে যৌবনের বয়স কমে আসছে। অকালেই ত্বকে ভাঁজ পড়ছে। তা আটকাতে সাহায্য করে কলাপাতার ফেসপ্যাক। চুলের খুশকি সমস্যার সমাধানেও কলা পাতার জুড়ি মেলা ভার। যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁরাও কলাপাতা ব্যবহার করে উপকার পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File