বীরভূম

দুর্নীতির ছায়া রূপশ্রী প্রকল্পে! খোদ BDO-র বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ

দুর্নীতির ছায়া রূপশ্রী প্রকল্পে! খোদ BDO-র বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ
Key Highlights

সরকারি প্রকল্প ‘রূপশ্রী’র টাকা নিয়ে জালিয়াতি। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রেই নজরে আসে দুর্নীতি এবার ব্যাপক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এল সরকারি প্রকল্প 'রূপশ্রী'তেও। জানা যাচ্ছে বীরভূমের নলহাটি-২ নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা সমাপ্তি দাসের বিয়ে চার বছর আগেই হয়ে গিয়েছে তা সত্বেও তিনি পেয়েছেন ‘রূপশ্রী’র টাকা। তবে তা অর্ধেক কারণ বাকি অর্ধেক টাকা কাটমানি দিতে চলে গিয়েছে। কেবল সমাপ্তি দাসই নন এমনই আরো অনেকের খোঁজ পাওয়া গেছে ওই ব্লকে। আর এই ঘটনায় অভিযোগের কাঠগড়ায় খোদ BDO। শুধু দুর্নীতি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে উঠেছে কাটমানি নেওয়ারও অভিযোগও।