Bengaluru Stampede | জয়ের সেলিব্রেশনে এত মানুষের মৃত্যু কীভাবে? ফ্র্যাঞ্চাইজির কাছে লিখিত জবাব তলব BCCI-এর

বোর্ডের অম্বুডসম্যান তথা এথিক্স অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র আরসিবিকে লিখিতভাবে গোটা ঘটনার বিবরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনার মুলে আরসিবি ও কর্নাটক ক্রিকেট সংস্থার গাফিলতি ছিল, এই মর্মে বিসিসিআইয়ের অম্বুডসম্যানের কাছে অভিযোগ দায়ের করেন আইপিএস অফিসার বিকাশ কুমার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিসিসিআই। পদপিষ্টের পরিস্থিতিতে কিভাবে তৈরী হলো? কেনই বা আইপিএল জয়ের সেলিব্রেশনে এতো মৃত্যু হলো? তাঁর লিখিত জবাব চেয়েছে বিসিসিআই। এই মর্মে ফ্র্যাঞ্চাইজি এবং কর্নাটক ক্রিকেট সংস্থাতে পাঠানো হয়েছে নোটিস। আগামী ৪ সপ্তাহের মধ্যে লিখিত আকারে কারণ জানাতে হবে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটিকে।