BCCI | IndiGo-র বিমান বিভ্রাট! হোটেল নেই কোত্থাও! ইন্দোর থেকে পুনেতে সরলো মুস্তাক আলি ট্রফির ম্যাচ

ইন্দোর থেকে পুনেতে সরিয়ে ফেলা হয়েছে নকআউটের সমস্ত ম্যাচ, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।
গত কয়েকদিনে সব মিলিয়ে প্রায় ১০০০টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। এদিকে ইন্দোরে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত একটি গ্লোবাল কনফারেন্স চলবে চিকিৎসকদের। এমন অবস্থায় ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট পর্বের ম্যাচ আয়োজন করতে গিয়েই সমস্যায় পড়েছে BCCI। মধ্যপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের CEO রোহিত পণ্ডিত জানিয়েছেন, ‘দু’সপ্তাহ আগে BCCIকে আমরা জানাই হোটেলে পর্যাপ্ত পরিমাণে ঘর না থাকার কথা।’ সূত্রের খবর, হোটেলে ঘর না থাকায় টুর্নামেন্টের ম্যাচ ইন্দোর থেকে পুনেতে সরিয়ে ফেলছে BCCI।
