খেলাধুলা

BCCI | RCB-র বিজয় উৎসবে দুর্ঘটনা থেকে শিক্ষা, ভিকট্রি প্যারেডের আগে নিতে হবে BCCI-র অনুমতি!

BCCI | RCB-র বিজয় উৎসবে দুর্ঘটনা থেকে শিক্ষা, ভিকট্রি প্যারেডের আগে নিতে হবে BCCI-র অনুমতি!
Key Highlights

এবার থেকে ভিকট্রি প্যারেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের থেকে অনুমতি বাধ্যতামুলক করে দিল BCCI।

প্রথমবার আইপিএল জয়ের উল্লাস মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিলো শোকে। RCB এর ভিকট্রি প্যারেডে পদপিষ্ঠের ঘটনায় মৃত্যু হয় ১১ জনের, এছাড়াও ৩০জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এই ঘটনার পর এবার বড় পদক্ষেপ নিলো BCCI। এবার থেকে ভিকট্রি প্যারেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের থেকে অনুমতি বাধ্যতামুলক করে দিল BCCI। ভিকট্রি প্যারেডের আগে সরকার এবং পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামুলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই বিষয়টায় যাতে BCCIও যাতে অবগত থাকে, তাই গোটা প্রক্রিয়াটার মধ্যে BCCIও থাকবে, বলে জানিয়েছেন বোর্ডের সচিব।