BCCI | দলের বিশৃঙ্খলা রুখতে ১০ দফা ফতোয়া জারি করল BCCI! কী কী নিয়ম মানতে হবে ভারতীয় ক্রিকেটারদের?
Friday, January 17 2025, 7:20 am
Key HighlightsBCCI জানিয়েছে, বোর্ডের এই ১০ দফা নির্দেশিকার কোনওটা লঙ্ঘন হলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
পরপর সিরিজে হারের জন্য বিতর্কের মুখে ভারতের ক্রিকেট দল। এই আবহে বিশৃঙ্খলা রুখতে ১০ দফা ফতোয়া জারি করল BCCI। সেই ফতোয়া অনুযায়ী, প্রত্যেক ক্রিকেটারকে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, দলের সঙ্গে চলাফেরা করতে হবে সকল ক্রিকেটারদের, ইচ্ছামতো প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে আসা যাবে না, ৪৫ দিনের বেশি ভারতের বাইরে থাকলে মাত্র একবার তাঁর স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সি সন্তান যেতে পারে বিদেশ সফরে ইত্যাদি। BCCI জানিয়েছে, বোর্ডের এই ১০ দফা নির্দেশিকার কোনওটা লঙ্ঘন হলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- বিসিসিআই

