খেলাধুলা

Baroda vs Sikkim | আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক ইনিংসে ৩৪৯ রান করে রেকর্ড বরোদার! ৫১ বলে ১৩৪ রান করলেন ভানু পানিয়া

Baroda vs Sikkim |  আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক ইনিংসে ৩৪৯ রান করে রেকর্ড বরোদার! ৫১ বলে ১৩৪ রান করলেন ভানু পানিয়া
Key Highlights

৩৪৯ রান করে টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড তালিকায় নাম লেখালো ভানু পানিয়ারা (Bhanu Pania)।

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে রেকর্ড তৈরি করলো বরোদা। ৩৪৯ রান করে টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড তালিকায় নাম লেখালো ভানু পানিয়ারা (Bhanu Pania)। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৫ উইকেট হারিয়ে তারা ৩৪৯ রান করল। এদিকে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদার হয়ে ৫১ বলে ১৩৪ রান করেন ভানু পানিয়া। তাঁর ১৩৪ রানের ইনিংসে ছিল ১৫টা ছক্কা ও পাঁচটা চার। এই ৩৪৫ রানের ইনিংস খেলে বরোদা ভেঙে ফেলল জ়িম্বাবোয়ের রেকর্ড। নাইরোবির বিরুদ্ধে জ়িম্বাবোয়ে ৩৪৪ রান করেছিল।