Bardhaman | বাবা-মাকে খুন করে মাদ্রাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ! অভিযুক্ত বি.টেক পাশ সিভিল ইঞ্জিনিয়ার!
Thursday, May 29 2025, 10:14 am
Key Highlightsমেমারিতে বাবা মাকে খুন করে বনগাঁতে মাদ্রাসার মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ! ঘটনায় আহত দু’জন শিক্ষক সহ বেশ কয়েকজন।
মেমারিতে বাবা মাকে খুন করে বনগাঁতে মাদ্রাসার মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ! ঘটনায় আহত দু’জন শিক্ষক সহ বেশ কয়েকজন। অভিযুক্ত, যাদবপুর থেকে বি.টেক পাশ, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সিদ্দিকি! প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদ্রাসায় আজানের পর শিক্ষাদানের কাজ চলছিল। সেই সময় হুমায়ুন ঢুকে উপস্থিত শিক্ষক ও পরিচালকদের ধারাল দা,কুরুল দিয়ে কোপাতে শুরু করে। বনগাঁ পুলিশ জেলার এসপি বলেন, “হুমায়ুন নিজের মা বাবাকে খুন করে পালিয়ে এসেছে।” পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বর্ধমান
- ক্রাইম
- খুন
- ইঞ্জিনিয়ার
- যাদবপুর ইউনিভার্সিটি

