Atletico Madrid vs Barcelona । ১৮ বছরের রেকর্ড ভাঙলো, ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে হারলো বার্সেলোনা, বিরতি চাইলেন কোচ

Sunday, December 22 2024, 4:26 am
highlightKey Highlights

শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠে আতলেতিকোর কাছে ২:১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের বার্সেলোনা।


শনিবার লা লিগায় ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ২:১ গোলে হারলো হান্সি ফ্লিকের বার্সেলোনা। ১৮ বছর পর প্রথমবার নিজেদের মাঠে আতলেতিকোর কাছে হারল বার্সেলোনা। এমন হতাশাজনক ম্যাচের পর বিরতি চাইলেন কোচও। এদিন বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করলেন পেদ্রি। যদিও তাঁর ৩০ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন আতলেতিকোর রদ্রিগো দি পল। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আলেক্সান্ডার সরলথের গোলে জেতে আতলেতিকো মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি আতলেতিকোর টানা ১২তম জয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File