Benfica vs Barcelona | ২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক! ৯ গোলের থ্রিলার ম্যাচে বেনফিকাকে হারিয়ে শেষ ষোলোতে বার্সা

Wednesday, January 22 2025, 7:06 am
highlightKey Highlights

৭৫ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও ৫:৪ গোলে অবিশ্বাস্য জয় করে বার্সা। এই জয়ের ফলে শেষ ষোলোতে প্রবেশ করল বার্সেলোনা।


এরকম দুর্দান্ত কামব্যাক এবং ৯ গোলের থ্রিলার ম্যাচ ২৯ বছরের কোচিং কেরিয়ারে প্রথমবার দেখলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচডে সেভেনে বেনফিকার বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচ শেষে এমনটাই জানালেন কোচ ফ্লিক। বার্সেলোনা ৫:৪ গোলে হারায় বেনফিকাকে। শুরুতে এগিয়ে থাকে বেনফিকা। হাফটাইমে ম্যাচের ফল বেনফিকার পক্ষে ৩:১। তবে ৬৮ মিনিটের মধ্যে কামব্যাক মোডে চলে যায় বার্সেলোনা। ৭৫ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও ৫:৪ গোলে অবিশ্বাস্য জয় করে বার্সা। এই জয়ের ফলে শেষ ষোলোতে প্রবেশ করল বার্সেলোনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File