২৬শে মার্চ ভারত বন্দের ডাক, আরও জোরদার হতে চলেছে কৃষক আন্দোলন

Sunday, March 14 2021, 12:12 am
highlightKey Highlights

কৃষক আন্দোলন আরও জোরদার করা হচ্ছে। আগামী ২৬শে মার্চ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিলেন দেশের অন্নদাতারা। কৃষক আন্দোলনের ১০০দিন ইতিমধ্যেই অতিক্রান্ত। গত ২৬শে নভেম্বর দিল্লি চলো ডাক দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের রাজধানীতে ঢুকতে বাধা দেয়। দু'দিন ব্যাপক অশান্তির পর ২৮শে নভেম্বর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা অবস্থান আন্দোলন শুরু করেন। এতদিন কৃষক সংগঠন রেল রোকো সহ নানা কর্মসূচি একাই করে আসলেও, এবারের ভারত বন্ধে বিভিন্ন শিল্প সংগঠনকেও ও অন্যান্য সংগঠনকে পাশে থাকার আহ্বান জানিয়েছে। জানা গেছে, হোলির আগের দিন হোলিকা দহন অনুষ্ঠানে 'কালা কৃষি কানুন' প্রতিলিপি পোড়ানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File