শিশুপাচার চক্রে জড়িত বাঁকুড়ার একটি স্কুল, আটক অধ্যক্ষ-সহ ৮ জন শিক্ষক, শিক্ষিকা
Monday, July 19 2021, 2:42 pm
 Key Highlights
Key Highlightsবাঁকুড়ার একটি স্কুল এ বেশ  কিছুদিন ধরেই চলছিল শিশুপাচার। এই ঘটনায় জড়িত অধ্যক্ষ এবং শিক্ষক, শিক্ষিকারাও।  বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এবং ধৃত এক শিক্ষিকার বাড়ি থেকে মোট পাঁচটি শিশুকে 
উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে এই প্রতিটি শিশুই ছিল কন্যা সন্তান। তাই এই শিশুগুলিকে ভিন্ রাজ্যে পাচার করা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। আপাতত গ্রেফতার করে অধ্যক্ষ-সহ তিন জনকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এবং অন্য পাঁচ ধৃতকে ২ অগাষ্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।