Bangladesh | "হাসিনাকে ফেরানো হোক"- প্রধানমন্ত্রী মোদীকে "আনুষ্ঠানিক চিঠি" ইউনুস সরকারের

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য একটি "আনুষ্ঠানিক চিঠি" পাঠাল।
"মানবতার বিরুদ্ধে অপরাধ" এর অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি-বিডি)।বর্তমানে হাসিনা ভারতে রয়েছেন। বাংলাদেশ সরকারের ধারণা কামালও ভারতে আত্মগোপন করে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আধিকারিক জানিয়েছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণের জন্য একটি "আনুষ্ঠানিক চিঠি" পাঠানো হয়েছে। যদিও এ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি ভারত।
