রাজ্য

Fake Passport Scam | জাল পাসপোর্ট কাণ্ডের হোতা বাংলাদেশিরাই! ১৩০ পাতার চার্জশিট জমা লালবাজারের

Fake Passport Scam | জাল পাসপোর্ট কাণ্ডের হোতা বাংলাদেশিরাই! ১৩০ পাতার চার্জশিট জমা লালবাজারের
Key Highlights

জাল পাসপোর্ট কাণ্ডে বৃহস্পতিবার চার্জশিট জমা দিল লালবাজারের গোয়েন্দা দপ্তর। ১৩০ পাতার চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি।

এবছরের শুরুতেই জাল পাসপোর্ট কাণ্ডের হোতা প্রাক্তন SI আবদুল হাইকে হাবড়ার অশোকনগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই শুরু। এখনও অবধি এই মামলায় গ্রেপ্তার হয়েছে ১০ জন। বৃহস্পতিবার এই মামলার চার্জশিট জমা দিলো লালবাজারের গোয়েন্দা দপ্তর। ১৩০ পাতার এই দীর্ঘ চার্জশিট জানাচ্ছে অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। অভিযুক্তরা সবাই পলাতক। অভিযুক্তরা ভুয়ো নথি জমা দিয়ে পাসপোর্টের আবেদন করেছিল। পাসপোর্ট পিছু ২৫ হাজার টাকার বিনিময়ে আবদুল তাদের পাসপোর্ট বানিয়ে দেয়।