Bangladesh Terror Group । বাংলাদেশী জঙ্গি সংগঠন মাথাচাড়া দিচ্ছে ভারতে, কেরল ও মুর্শিদাবাদ থেকে ধৃত ৩
অসম, পশ্চিমবঙ্গ, কেরল, তিন রাজ্যে গত ১৭ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে অভিযান চালিয়ে, বাংলাদেশী জঙ্গি সংগঠন আনসার উল বাংলা টিমের মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জাল আধারকার্ড ও পাসপোর্ট চক্রের তদন্তে বাংলাদেশী জঙ্গি সংগঠন গুলির স্লিপার সেল চক্রের হদিশ পাওয়া যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। গোপন সূত্র ধরে অসম পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফের যৌথ অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হলো ২ জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আব্বাস আলি ও মিনারুল শেখ। কেরলের জেহাদির সঙ্গে যোগাযোগ ছিল তাদের। স্থানীয়দের দাবি, ধৃত আব্বাস মাদ্রাসার শিক্ষক ছিল, ধৃত মিনারুল ট্রাক্টর, জলের কল এবং গাড়ি সারাত।
- Related topics -
- রাজ্য
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- মুর্শিদাবাদ
- অসম
- পশ্চিমবঙ্গ
- কেরল
- দুষ্কৃতী হামলা