আন্তর্জাতিক

Tahsan-Roza Wedding । জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তাহসান! কাকে বিয়ে করলেন মিথিলার প্রাক্তন স্বামী?

Tahsan-Roza Wedding । জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তাহসান! কাকে বিয়ে করলেন মিথিলার প্রাক্তন স্বামী?
Key Highlights

দ্বিতীয়বার বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন বাংলাদেশি তারকা তাহসান খান।

দ্বিতীয়বার বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন বাংলাদেশি তারকা তাহসান খান। ৪৫ বছর বয়সে রোজার হাত ধরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তাহসান। গায়ক অভিনেতার দ্বিতীয় স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিবাসী রোজা রবিশালের মেয়ে এবং রূপটান শিল্পী। প্রসঙ্গত, ৮ বছর আগে ২০০৬ সালে মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালে কন্যা সন্তানের জন্ম দেন মিথিলা। কিন্তু তার চার বছর পর ২০১৭ সালে বিচ্ছেদের ঘোষণা করেন মিথলা তাহসান। পরে মিথিলা ঘর বাঁধেন এপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে।