Bangladesh | বাংলাদেশিদের জাল নথি তৈরীর চক্র পশ্চিমবঙ্গে! উদ্ধার ৩৬টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি সহ একাধিক নথি
মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
অশান্ত বাংলাদেশের পরিস্থিতি, এরই মধ্যে পাসপোর্ট জালিয়াত অভিযানে গ্রেফতার আরও এক ব্যক্তি। মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর জাল নথি, নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্য সামগ্রী। এছাড়াও এসবিআই ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সিল, ৩৬টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, চক্রের এজেন্ট ও সাব এজেন্টরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত।