Dooars Utsav Banned Bangladesh । ডুয়ার্স উৎসবেও বাদ বাংলাদেশের স্টল, আমন্ত্রণ পাননি বাংলাদেশী ব্যবসায়ীরা
Saturday, December 7 2024, 4:51 pm
Key Highlights
প্রথমে বইমেলা তারপর ডুয়ার্স উৎসব। ১৯ তম ডুয়ার্স উৎসবে থাকছে না কোনো বাংলাদেশি স্টল।
প্রথমে বইমেলা তারপর ডুয়ার্স উৎসব। ১৯ তম ডুয়ার্স উৎসবে থাকছে না কোনো বাংলাদেশি স্টল। বর্তমান পরিস্থিতির জেরে এবার বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি উৎসবে। ২০০৫ সালে শুরু হয় ডুয়ার্স উৎসব। চলতি বছর ১৯তম বৎসরে পড়ছে উৎসবটি। প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের ব্যবসায়ীরা ইলিশ এবং শাড়ির স্টল দেয়। এবছর ঘটেছে উলটপুরাণ।