Bangladesh Military Force | কলকাতা দখলের হুমকি বাংলাদেশের! ভারতের তুলনায় কতটা শক্তিশালী ওপার বাংলার সামরিক বাহিনী?
সামরিক শক্তির নিরিখে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৩৭৷ সেখানে চার নম্বরে রয়েছে ভারত।
কলকাতা ও পশ্চিমবঙ্গ দখল করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ। কিন্তু আদতে ভারতের তুলনায় কতটা শক্তিশালী ওপার বাংলার সামরিক বাহিনী? সামরিক শক্তির নিরিখে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৩৭৷ সেখানে চার নম্বরে রয়েছে ভারত। বাংলাদেশের সক্রিয় সেনার সংখ্যা ১.৬৩ লক্ষ, রয়েছে ২১৬টি যুদ্ধবিমান, ৭৩টি হেলিকপ্টার, ট্যাঙ্ক রয়েছে ৩২০টি, রকেট ৭১টি। অন্যদিকে, ভারতের সক্রিয় সেনার সংখ্যা ১৪.৫৫ লক্ষ, ফাইটার জেট রয়েছে ৬০৬টি, হেলিকপ্টার রয়েছে ৮৬৯টি, ট্যাঙ্ক রয়েছে ৪৬১৪টি, রকেট আছে ৭০২টি।