Adani-Bangladesh | আদানির সঙ্গে এখনই চুক্তি বাতিল নয়! উল্টে বিদ্যুতের দাম কমানোর বার্তা বাংলাদেশের

Monday, December 2 2024, 1:11 pm
highlightKey Highlights

সোমবার সুর খানিকটা নরম করে আদানি গোষ্ঠীর কাছে বিদ্যুতের দাম কমানোর বার্তা দিলেন বাংলাদেশের বিদ্যুৎ এবং শক্তি দপ্তরের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবীর।


দিন কয়েক আগেই বিদ্যুতের বকেয়া টাকা নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছিল আদানি গোষ্ঠী ও বাংলাদেশের মধ্যে। এরপর আদানির সঙ্গে বাংলাদেশের চুক্তি বাতিল করার দাবি উঠেছিল। তবে এবার শোনা গেলো উল্টো সুর! সোমবার সুর খানিকটা নরম করে আদানি গোষ্ঠীর কাছে বিদ্যুতের দাম কমানোর বার্তা দিলেন বাংলাদেশের বিদ্যুৎ এবং শক্তি দপ্তরের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবীর। ২০২৩ ও ২৪ অর্থবর্ষে বিদ্যুতের মাশুল কমিয়ে ইউনিট পিছু ১২ টাকা করে আদানি সংস্থা। তবে এই দামের থেকেও কম দামে বিদ্যুৎ কিনতে চাইছে বাংলাদেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File