Bangladesh | প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগকে সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের!

Wednesday, October 8 2025, 5:21 pm
highlightKey Highlights

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বুধবার সকালে শেখ হাসিনা-সহ ৩০ জনের বিরুদ্ধে দুটি অভিযোগ জমা দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বিরোধী নেতা-কর্মীদের অপহরণ করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) নিয়ে গিয়ে নির্যাতন করেছেন। শুনানির সময় বন্দীদের উপর নির্যাতনের বর্ণনা দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File